274074

রওশন এরশাদের সুস্থতা কামনা করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে রওশন এরশাদের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান তিনি। 

 

বিদিশা সিদ্দিক শুক্রবার (৩০ এপ্রিল) রাতে ব্যক্তিগত ফেসবুক পেজে লেখেন, ‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন’।

এদিকে, গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে অসুস্থ বোধ করায়  রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। 

তার সহাকারী একান্ত সচিব (এপিএস) মো. মামুন হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, অনেকটা সুস্থ হয়ে উঠেছেন রওশন এরশাদ।  তার করোনা টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে।  স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন তিনি। 

১৯৫৬ সালে ময়মনসিংহের মেয়ে রওশনকে বিয়ে করেন হুসেইন মুহম্মদ এরশাদ। তখন তিনি তরুণ সেনা কর্মকর্তা।  সংবাদমাধ্যমকে দেওয়া বিদিশা সিদ্দিকের সাক্ষাৎকার অনুযায়ী, ১৯৯৮ সালে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসায় এক অনুষ্ঠানে তাদের প্রথম দেখা হয়।  পরের বছর বাগদান হয় বিদিশা-এরশাদের।  রওশনের সঙ্গে সংসার অব্যাহত রেখেই এরশাদ ২০০০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিদিশার সঙ্গে।  তবে সেই খবর প্রকাশ্যে আসে যখন তাদের ঘরে জন্ম নেয় শাহাতা জারাব এরিক।  আর তা হয়ে ওঠে টক অব দ্যা কান্ট্রি। 

অবশেষে ২০০৫ সালে বিবাহ বিচ্ছেদ হয় বিদিশা-এরশাদের।  পরবর্তীতে বিদিশাকে জেলে জেতে হয় সাবেক স্বামীর দেয়া চুরির মামলায়।  সবশেষ ২০১৯ সালের ১৪ জুলাই সব আলোচনা সমালোচনার ইতি টেনে না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। 

 

পাঠকের মতামত

Comments are closed.