272743

ঘোর যেন কাটছেই না আইপিএলের সবেচেয়ে দামি ক্রিকেটারের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে আগেও ঝড় তুলেছিলেন ক্রিস মরিস। তবে এবারের নিলামে শুধু নিজেকে নয়, ছাড়িয়ে গেলেন সবাইকে।  আইপিএলের নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার এখন এই দক্ষিণ আফ্রিকান তারকা।  অথচ অষ্টম আইপিএলে খেলবেন এটা স্বপ্নেও ভাবেননি মরিস।  ঘোর যেন কাটছেই না তাঁর।

 

এবারের আইপিএলের নিলামে মরিসকে পেতে ত্রিমুখী লড়াই হয় মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস ও রাজস্থান র‌য়্যালসের মধ্যে।  শেষ পর্যন্ত ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের ক্রিকেটারকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভেড়ায় রাজস্থান রাজস্থান।  যেটা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ মূল্য।  এর আগেরটি ছিল যুবরাজ সিংয়ের। তাঁকে ২০১৫ সালে ১৬ কোটিতে নিয়েছিল দিল্লি।

আসন্ন আইপিএলে যোগ দিতে এরই মধ্যে ভারতে পা রেখেছেন ক্রিস মরিস।  রাজস্থান শিবিরে যোগ দিয়েই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন নিজের অনুভূতির কথা।

ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন মরিস।  সেখানে তিনি বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি অষ্টম আইপিএলে থাকব। কিন্তু হিসাব-নিকাশ কখনো আমার পক্ষে থাকবে না।  আমি ভাবিনি এবার আইপিএল খেলতে পারব।  আমার এখন নিজেকে আরও উজাড় করে দিতে হবে।  মূল্যবান হওয়া বিশেষ কিছু, তবে এখন অবশ্যই পারফরম্যান্সটা দেখা দরকার।’

এত টাকা দিয়ে কী করতে চান মরিস- জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি খুব ভাগ্যবান।  আইপিএল আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের।  আমার বিশেষ কিছু কেনার পরিকল্পনা নেই।  আমি শুধু আমার পরিবারের প্রতি নজর দিতে চাই।  এটা নিশ্চিত করতে চাই যে, একদিন যেন আমার সন্তানেরা স্কুলে যেতে পারে, বিশ্ববিদ্যালয়ে যেতে পারে।  ১৮ বছর বয়স হলে লাইসেন্স পাওয়ার পর প্রয়োজন পড়লে আমি যেন ওদের গাড়ি কিনে দিতে পারি।  যেন পরিবারকে বেড়াতে নিয়ে যেতে পারি- এসবই চাই।  আমি শুধু চাই আমার পরিবার যেন ভালো থাকে।’

পাঠকের মতামত

Comments are closed.