272715

পানির বদলে তেল চায় আফগানিস্তান

প্রতিবেশী দেশকে বিনামূল্যে পানি দিতে রাজি নয় আফগানিস্তান। এর বদলে তেল চাইল ইরানের কাছে। দুই দেশের মধ্যে কয়েক দশকের পানি চুক্তি রয়েছে। তবে বাড়তি পানির আবদার প্রসঙ্গে সম্প্রতি বিনিময় মূল্য চাইলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট।

দেশটির প্রেসিডেন্ট ড. আশরাফ ঘানি বুধবার জানান, তার দেশ ইরানের সঙ্গে অনেকে দশকের পানি চুক্তি মোতাবেক ন্যায্য পানির হিস্যা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।  সঙ্গে জোর দিয়ে বলেন, কোটার বাইরে পানি চাইলে আফগানিস্তানকে অন্য কিছু দিতে হবে।

নিমরোজ প্রদেশে হেলমান্দ নদীর ওপর কামাল খান বাঁধ উদ্বোধনের সময় এই মন্তব্য করেন প্রেসিডেন্ট ঘানি ।  তার কথায়, আপনারা যদি আমাদের তেল দেন, এর প্রতিদানে অতিরিক্ত পানি চাইতে পারেন। কাউকেই বিনামূল্যে পানি দেওয়া হবে না।  তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, ১৯৭২ সালের চুক্তি অনুসারে হেলমান্দ নদীর ওপর দুই দেশের পানির হিস্যা সুস্পষ্ট।

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় নির্মিত কামাল খান বাঁধ জলবিদ্যুতের পাশাপাশি সেচের জন্য ব্যবহৃত হবে।  ১৯৭৪ সালে বাঁধের কাজ শুরু হলেও নানান বাধা-বিপত্তির সম্প্রতি শেষ হয় নির্মাণ।  ২০১৭ সালে এক সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বাঁধ নির্মাণের কারণে সিস্তান প্রদেশের হামুন হ্রদ শুকিয়ে গেছে- এমন অভিযোগ তোলেন।

পাঠকের মতামত

Comments are closed.