272689

বিসিবির ইতিহাসে সেরা সভাপতি হতে চান সাকিব

প্রতিটা ক্রিকেটার খেলা শেষে একেক জন একেক ভূমিকায় থাকতে চান।  তবে যাদেরকে নিয়ে সবাই মেতে থাকেন তাদের প্রতি আলাদা আগ্রহ থাকে ভক্তদের।  কেউ সংগঠক, কেউ কোচ, কেউ ধারাভাষ্যকার কিংবা বিশ্লেষক হতে চাইবেন এটা স্বাভাবিক।  তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে সবারই আগ্রহ আছে।  দারাজ প্রেজেন্টস ক্রিকফ্রেঞ্জি লাইভে এসে বললেন তার মনের কথা।

বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিয়ে কাজটা কঠিন।  তবে এই কঠিন কাজটাই সুযোগ পেলে করতে চান বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।  বসতে চান দেশের ক্রিকেটের শীর্ষ সংস্থার সর্বোচ্চ আসনে।  যদি কখনো সত্যিই এই দায়িত্ব পান তাহলে নিজে ওই দায়িত্বেও ইতিহাসের সেরা হতেন বলে মনে করেন এই অলরাউন্ডার।

তিনি বলেন, আমার কাছে তো মনে হয় বিসিবি ভাল অবস্থায় যেতে পারে।  ক্রিকেট অঙ্গনে আমি যত ভালো কাজ করবো, বাংলাদেশে এটা আর কেউ করতে পারবেন না।  অবশ্যই যদি ক্রিকেটে থাকি আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ থাকে নিজের সেরাটা দেখাবো।  আমি জানি বিসিবির ইতিহাসে সেরা হতে পারবো।  এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি।

সাকিব আক্ষেপ করেন নিজের দেশে সঠিক মূল্যায়ন না হওয়ায়। দেশের বাইরের ছোটখাটো ক্রিকেটারদেরও বাড়তি মূল্যায়ন করা হয় বলে অভিযোগ করেন দেশসেরা এই অলরাউন্ডার।

তিনি বলেন, নির্মম সত্যটা হচ্ছে, যখন আমাদের দেশে বাইরের কেউ খেলতে আসে আমরা তাদের স্যার, হুজুর করতে থাকি দু’একজন ছাড়া।  যারা অল্প কয়টা ম্যাচ খেলছে বা খেলেওনি তাদের সাথে এমন করি।  আমাদের দেশে যারা ৫/৭ বছর খেলছে তাদের রেসপেক্ট করি না।

সাকিব বলেন, আমরা সবসময় পাপন ভাইকে দোষ দেই।  পাপন ভাই যত বেশি চিন্তা করে আমার মনে হয় না, কেউ এতো বেশি চিন্তা করে বাংলাদেশে ক্রিকেট নিয়ে।  সুজন ভাই চিন্তা করে তার ফলটাও আমরা পেয়েছি।  অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ আমরা জিতেছি।

সাকিব আরও বলেন, আমি তো ওই রকম কোনো এক্টিভিটি দেখিনি যেটা থেকে ভালো কিছু আশা করবো। অনুর্ধ্ব-১৯ এ কিছু ভালো খেলোয়াড় আছে। এই দুইজন ছাড়া খুব বেশি ক্রেডিট দেওয়ার মতো কাউকে আসলে পাই না।  যারা ক্রিকেটের জন্য খুব বেশি চিন্তা করছে বলে আমার মনে হয়।

সাকিব টেস্ট খেলতে চাইবেন না কেন? দেশের প্রতি তার দায়িত্ববোধের ঘাটতি আছে, এমন কথাও বলেছেন অনেকে।  তবে এবার সাকিব সাফ জানিয়ে দিলেন, টেস্ট খেলতে চান না এমন কথা সত্য নয়।

 

পাঠকের মতামত

Comments are closed.