272550

১১২ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস, ঘরের ছেলে অক্ষর প্যাটেলের শিকার ৬ উইকেট

স্কোর বোর্ডে ২ রান উঠতেই প্রথম উকেট হারায় ইংল্যান্ড।  ডম শিবলীকে উইকেটের পিছনে রোহিতের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ইশান্ত শর্মা।  গুড লেংথ থেকে আউটসুইং হয়ে বের হয়ে যাবার সময় ব্যাটের কানা ছুঁয়ে থার্ড স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মার হাতে তালুবন্দি হয়ে সাজ ঘরে ফেরেন ডম শিবলী।  এর পর জনি বেয়ারস্টো উইকেটে এসে খুব একটা সাবলীল হতে পারেননি।  দলীয় ২৭ রানের মাথায় অক্ষরের বলে এলবিডব্লিউর ফাঁদে কাটা পড়েন।  ওপর প্রান্তে জে ক্রউলি সাবলীল ব্যাটিং করতে থাকেন।  তার সাথে অধিনায়ক জো রুট যোগ দিয়ে সাধনে এগোতে থাকেন।  ৭৪ রানের মাথায় রুট আউট হয়ে গেলে ইংল্যান্ডের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে।  ক্রউলি ছাড়া আর মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পেরেছেন।  অধিনায়ক জো  রুট ১৭, বেন স্টোক  ১২ এবং জাফ্রা আর্চার ১১ রান করেন।  শেষ খবর পাওয়া পর্যন্ত ইন্ডিয়া ১০.২ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলেছে।  রোহিত ১১ রানে এবং গিল ৪ রানে ব্যাট করছে।

পাঠকের মতামত

Comments are closed.