272542

সবকিছুর ঊর্ধ্বে দেশ তরপর অন্যকিছু, আইপিএল প্রসঙ্গে মোস্তাফিজ

“আইপিএল ও দেশের খেলার বিতর্কে নিজের সিদ্ধান্তটা নাকি মোস্তাফিজ চাপমুক্ত থেকেই নিয়েছেন, দেশের হয়ে বা আইপিএল খেলার বিষয়ে কোনো চাপ নেই।  এটা তো স্বাভাবিক ব্যাপার, আগেও আমি আইপিএলে খেলতে যাইনি দেশের খেলার কারণে,  এবারও একইভাবে ভাবছি।”

সাকিব আল হাসান তাঁর সিদ্ধান্তটা আগেই জানিয়ে দিয়েছেন।  আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফরে না গিয়ে তিনি খেলবেন আইপিএল।  বাকি ছিলেন মোস্তাফিজুর রহমান। আজ জানা গেল আইপিএল প্রসঙ্গে তাঁর সিদ্ধান্ত।  সাকিবের মতো শ্রীলঙ্কা সফরের সময় আইপিএল খেলতে চান না মোস্তাফিজ, খেলতে চান দেশের হয়ে।

সাকিব সঙ্গে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবারের আইপিএল খেলার সুযোগ ছিল মোস্তাফিজের।  কদিন আগে আইপিএল নিলাম থেকে তাঁকে দলে নেয় একবারের আইপিএল জেতা দল রাজস্থান রয়্যালস।  কিন্তু আইপিএলের সময় দেশের খেলা থাকায় দেশকেই বেছে নিলেন মোস্তাফিজ।

আজ নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে সাংবাদিকদের বাঁহাতি এই পেসার বলেছেন, “আমার কাছে সবার আগে দেশ, পরে বাকি সব।  টিম ম্যানেজমেন্ট যদি টেস্টে আমাকে রাখে, তাহলে আমি টেস্ট খেলব।  যদি না রাখে তাহলে বিসিবি জানে।  বিসিবি যেটা বলবে আমি সেটা করব।”

গতকাল আবার এ বিষয়ে বিসিবিপ্রধান নাজমুল হাসানের সঙ্গে কথা হয়েছে মোস্তাফিজের।  সেখানে বোর্ডপ্রধান মোস্তাফিজকে তাঁর সিদ্ধান্তের কথা জানাতে বলেন, “বিসিবি সভাপতির সঙ্গে আমি কথা বলেছি, উনি আমার ওপর ছেড়ে দিয়েছেন।  আর আমি দেশের খেলাকেই বেছে নিচ্ছি।”

পাঠকের মতামত

Comments are closed.