272497

অধিনায়ক মমিনুল হকের সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজ কে ৩৯৪ রানের লিড দিয়েছে বাংলাদেশ!

চট্টগ্রামের পয়মন্ত ভেন্যুতে আজ দশম সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।  এই সেঞ্চুরিতে মুমিনুল ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে।  টেস্টে এতদিন সবচেয়ে বেশি ৯ সেঞ্চুরির মালিক ছিলেন তামিম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে হেসেছে মুমিনুলের ব্যাট।  তার সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২২৩ রানে ইনিংস ঘোষণা করে, লিড ৩৯৪ রানের।

টেস্ট ক্যারিয়ারে মুমিনুলের সেঞ্চুরির সংখ্যা ১০।  যার মধ্যে চট্টগ্রামেই করেছেন সাতটি, বাকি তিনটি ঢাকায়। ২০১৩ সালে মুমিনুল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।  নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১৮১ রানের ইনিংস।  ওটাই এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।  শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে মুমিনুলের সর্বোচ্চ তিনটি করে সেঞ্চুরি।  এছাড়া নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার সেঞ্চুরি দুটি করে।

পাঠকের মতামত

Comments are closed.