272488

দুই বন্ধুর পারফরম্যান্সে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের

 

ডেস্ক রিপোর্ট: মুস্তাফিজ এবং মিরাজ দুই বন্ধু, ব্যাটিংয়ে মিরাজের প্রথম টেস্ট সেঞ্চুরি এবং বোলিংয়ে মুস্তাফিজের জোড়া আঘাতে দুই উইকেট নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।  স্বাগতিক বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪৩০ রানের জবাবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ৭৫ রানের দিন শেষ করেছে। প্রথম ইনিংসে এখনও ৩৫৫ রানে পিছিয়ে সফরকারীরা।

প্রায় এক বছর পর টেস্ট দলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান।  অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদানটা তিনি খুব ভালো ভাবে দিয়েছেন বল হাতে।  এই ব্যাটিং সহায়ক উইকেটেও তিনি আগুনঝরা বোলিং করেছেন আজকে।  মুস্তাফিজের জোড়া আঘাতে ২৪ রান তুলতেই ২ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে  গিয়েছিলো সফরকারীরা।  অধিনায়ক ব্রাথওয়েটের ব্যাটিং বীরত্বে শুরুর ধাক্কা সামলে উঠে আর কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।  দিন শেষে ৮১ বলে ৪৯ রানে অপরাজিত আছেন ব্রাথওয়েট তার সঙ্গী এনত্রুমা বনার ১৭ রানে অপরাজিত।

সংক্ষিপ্ত স্কোর: 

(দ্বিতীয় দিন শেষে) 

বাংলাদেশ: প্রথম ইনিংসে ১৫০.২ ওভারে ৪৩০ (মিরাজ ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৮, মুশফিক ৩৮, লিটন ৩৪, মমিনুল ২৬, শান্ত ২৫, নাঈম ২৪; ওয়ারিকেন ৪/১৩৩, কর্ণওয়েল ২/১১৪)

ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংসে ২৯ ওভারে ৭৫/২ (ব্রাথওয়েট ৪৯, বনার ১৭, ক্যাম্পেল ৩, মোসেলি ২; মুস্তাফিজ ২/১৮) 

পাঠকের মতামত

Comments are closed.