ট্রেনের সামনে গিয়ে সেলফি তুলতে গিয়ে, ট্রেনের রকে হাত দিতেই কা’রেন্ট খেয়ে ছিটকে গেল যুবক, তুমুল ভাইরাল ভিডিও
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নানা রকম ভিডিও। বিশেষ করে যেসব মানুষরা সুযোগের অভাবে তাদের প্রতি প্রদর্শন করার কোন অবসর পেতেন না,
তারা সোশ্যাল মিডিয়াকে তাদের প্রতিভা প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করছে। মিডিয়ার শ’ক্তির সব থেকে বড় উদাহরণ হল রানু মন্ডল।
ভবঘুরে হিসেবে ভিখা’রিদের সঙ্গে জীবনযাপন করতেন তিনি, এইসময় ভাইরাল হয়ে যায় তার গ’লায় গাওয়া একটি ভিডিও “এক পেয়ার কা নাগমা হে”।
ছাড়া ভারতবর্ষজুড়ে ভাইরাল হয়েছে এই ভিডিও, এর পরে আর ফিরে তাকাতে হয়নি তাকে। এরকম আরও উদাহরণ হলেন চাঁদমণি, বিপাশা দাস প্রভৃতি।
বর্তমানে এই কাজে এগিয়ে এসেছে বিভিন্ন ফে’সবুক পে’জ গুলিও। তারা তাদের পেজের মাধ্যমে অনেক প্রতিভা কে নিয়ে এসেছে বিশ্বের সামনে।
তবে শুধু ফে’সবুক পে’জ নয়, বর্তমানে স্নে’ক ভিডিও, টিকটক প্রভৃতি নানা অ্যাপ এর মাধ্যমে মানুষ তার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পো’স্ট করে, যা হয়ে যায় তুমুল ভাইরাল।
এই ভিডিও গুলোর মধ্যে যেমন শিক্ষামূলক নাচ-গান প্রভৃতির ভিডিও থাকে, তেমনি থাকে দারুণ মজার মজার ভিডিও। তবে এইসব স্বল্পদৈর্ঘ্যের ভিডিওগুলি তৈরীর ক্ষেত্রে মজার ভিডিও থাকার সংখ্যাটাই বেশি।
বর্তমানে সমস্ত মানুষ বিশেষ করে কিশোর-কিশোরীরা এবং যুবক-যুবতীরা এইসব অ্যা’প ইউজ করে নিজেদের ভিডিও তৈরি করে ভাইরাল হয়।
ভাইরাল হওয়ার ইচ্ছা তো সকলেরই থাকে, তাই এইসব অ্যাপ গুলিতে নানা ধরনের কন’টেন্ট তৈরি করে তারা তাদের অভি’নয় দক্ষতা কে সকলের সামনে তুলে ধরে চেষ্টা করে।
এ ছাড়াও বাজারে এসে গেছে আরো ভালো ভালো এডি’টিং অ্যাপ, যেগুলি বিভিন্ন ভিডিও ও ফটো সুন্দর করে এডিট করে তাকে একদম অন্যরকম করে তুলতে সাহায্য করে।
এমনকি এই সব অ্যাপ গুলির মাধ্যমে গা’য়ের রং চেহারা ব্যাক’গ্রাউন্ড সবকিছু পরিবর্তন করা যায়। তাই বর্তমানে এসব অ্যাপ গুলির বাজার গ’রম।
বর্তমানে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি ছেলে ট্রে’নের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল,
হঠাৎই ট্রেন পেছন থেকে হর্ন মারে। সঙ্গে সঙ্গে বড় অ্যা’ক্সি’ডেন্ট হতে পারত, কিন্তু ছেলে দুটি সামনে থেকে সরে যায়। তারপরে দেখা যায় সমস্ত তাই মজা ছিল।
ভিডিওটি দেখে হেসে লুটোপুটি হয়ে গেছেন দর্শক। তবে অনেকেই নে’গে’টিভ কমে’ন্ট করেছেন, তাদের বক্তব্য এইযে ট্রেনের সামনে এরকম রি’স্ক নিয়ে ভিডিও না বানানো উচিত,
বর্তমানে ট্রে’নের ধা’ক্কায় প্রতিদিন অনেক মানুষের প্র’য়াণ ঘটে। বেশিরভাগ মানুষের এ’ক্সি’ডেন্ট হয় তাদের অন্যমনস্কতার জন্য,
সুতরাং এইসব ভিডিও পাঠানো মানে যুবসমাজকে উ’স্কা’নি মূলক বার্তা দেওয়া, তবে ভিডিওটি বার্তা দেওয়ার সাথে সাথে অধিকাংশ মানুষই এদিকে মজা হিসেবে গ্রহণ করেছে।
ভিডিওটি পুরোনো হলেও নেটদুনিয়ায় আবারো সাড়া জাগিয়েছে। Ashu Dubey নামের একটি চ্যা’নেল থেকে পো’স্ট করা হয় এই ভিডিও।
ভিডিওটির স’ত্যতা নিয়ে দ্বিমত রয়েছে। প্রায় ২ লাখের বেশি মানুষ দেখেছে এই ভিডিও। ২ হাজারের বেশি জন পছ’ন্দ করেছেন এই ভিডিও।