272050

সৌদির মতো ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চান কঙ্গনা

নারীদের ওপর অত্যাচার বন্ধ করতে হলে ভারত সরকারকে আরও কড়া হতে হবে। ধর্ষকদের উপযুক্ত সাজা হল ফাঁসি। সাংবাদিক সম্মেলনে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এভাবেই নিজের অভিমত জানালেন।

ভোপালে ‘ধক্কড়’ ছবির শুটিং করছেন কঙ্গনা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের স‌ঙ্গে দে‌খা করতে গিয়েছিলেন কঙ্গনা। সেখানেই ধর্ষণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। ধর্ষকদের উপযুক্ত সাজার কথা বলতে গিয়ে উদাহরণ দিলেন সৌদি আরবের। কঙ্গনার মতে, সে দেশের মতো অপরাধীদের চৌরাস্তায় এনে ফাঁসি দিয়ে দেওয়া উচিত।

কঙ্গনা বলেন, অনেক নারী নিজেদের কথা বলতে দ্বিধাবোধ করেন। তাই অনেক যৌন হেনস্থার ঘটনা আমরা জানতেও পারি না। তাদের চুপ থাকার একটা বড় কারণ, আমাদের দেশের আইন। ধর্ষকরা জানে যে তারা ঠিক আইনের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারবে। বছরের পর বছর নির্যাতিতাদের কেবল প্রশ্নের উত্তর দিয়ে যেতে হয়। আইন ও পুলিশের হাতেও হেনস্থা হতে হয় তাকে। কঙ্গনা রানাউত স্পষ্ট ভাবে পুলিশ ও আইনি প্রক্রিয়ার বিরুদ্ধে আওয়াজ তুললেন।

কঙ্গনা ব্যাখ্যা দিয়ে জানান, যে ভাবে হেনস্থার উদাহরণ সম্পর্কে তারা নির্যাতিতার কাছ থেকে জানতে চায়, সেটা খুব অপমানজনক। কোথায় হাত দিয়েছিল? বুকে, নাকি হাতে, নাকি ঊরুতে? এভাবে বছরের পর বছর তাদের প্রমাণ করতে হয় যে আদপে তাদের হেনস্থা করা হয়েছে। কঙ্গনার পরামর্শ, পাঁচ থেকে ছটি গণধর্ষণের ঘটনায় অপরাধীদের ঠিক এভাবেই শাস্তি দেওয়া উচিত। তবেই ধর্ষকরা ভয় পাবে।

পাঠকের মতামত

Comments are closed.