271905

সৌরভকে দেখে যা জানালেন দেবী শেঠি

হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তার হার্টে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। সম্প্রতি তাকে দেখতে কলকাতায় পৌঁছেছেন উপমহাদেশের অন্যতম বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি জানিয়েছেন, সৌরভ এখন অনেকটাই সুস্থ।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাতে সৌরভের ভাল ঘুম হয়েছে। সকালে হালকা খাবার খেয়েছেন। আগামীকাল (বুধবার) তাকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হতে পারে। এর আগে আজ দক্ষিণ কলকাতার হাসপাতালটির মেডিক্যাল বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছেন দেবী শেঠি।

সৌরভের শারীরিক পরিস্থিতির বিষয়ে খোঁজ নেয়ার পাশাপাশি সৌরভের সঙ্গেও কথা বলেছেন শেঠি। এরপর মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনা করেন তিনি। জানানো হয়েছে, সৌরভকে ছুটি দেয়া হলেও বাড়িতে চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন তিনি। তবে চিকিৎসার জন্য আবারো ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ককে হাসপাতালে ফিরতে হতে পারে।

সৌরভের ডান দিকের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে। বাঁ দিকের ধমনীতেও দুটি ‘ব্লকেজ’ রয়েছে। সেখানেও দু’টি স্টেন্ট বসানো হবে বলে জানা গেছে। হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের নেতৃত্বে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড তার দেখাশোনা করছে। সিদ্ধান্ত নেয়া হয়েছে, সৌরভের অন্য দু’টি ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টিই করতে হবে। তবে এখন বাইপাস-এর প্রয়োজন নেই বলে মনে করছেন তারা।

পাঠকের মতামত

Comments are closed.