271742

ই-স্পোর্টস: গেমিং করেই ক্যারিয়ার গড়ার সুযোগ!

ভিডিও গেম নিয়ে এতদিন আমাদের দেশে নেতিবাচক সব ধারণা প্রচলিত ছিল। তবে যুগের পরিবর্তন ও তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে ভিডিও গেমের পরিসর আন্তর্জাতিকভাবে বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। এখন ভিডিও গেম খেলেও ক্যারিয়ার গড়া সম্ভব। ‘ই-স্পোর্টস’ সম্প্রতি সে সুযোগই সামনে নিয়ে এসেছে। সম্প্রতি আব্দুল্লাহ আল জাবের নামের একজন এ বিষয়ে ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন।

ই-স্পোর্টস কী?
ই-স্পোর্টস সম্পর্কে অনেক এ জানেন আবার অনেক এ জানেন না। ই-স্পোর্টস হচ্ছে একটি প্রফেশনাল গেমারদের জনপ্রিয় ইভেন্ট। পৃথিবী জুড়ে বর্তমানে ই-স্পোর্টস নিয়ে চলছে নানারকম পরিকল্পনা বর্তমানে এটির কারণে ‘গেমিং’ কে একটি জব হিসেবে দেখা হচ্ছে। এতে রয়েছে অনেক ভালো ফিউচার ও।
কিছুদিন আগে যখন চীনের গুয়ানযুতে গেলাম সেখানে দেখেছিলাম চীন সরকারিভাবে ২ থেকে ৩ মিলিয়ন ছাত্র-ছাত্রীদের সরকারি অনুদান দিয়ে ই-স্পোর্টস প্লেয়ার্স  হিসেবে তৈরী করছে পৃথিবীতে নানা প্রফেশনাল গেমিং ইভেন্টগুলোতে ডমিনেট করার জন্য।
কিন্তু অন্য দিকে আমরা বাংলাদেশীরা অনেক এ ই-স্পোর্টস সম্পর্কে জানি না। এদিকে আমাদের বাংলাদেশী অনেকগুলো টিম ইতিমধ্যে নানা ই-স্পোর্টস  ইভেন্ট এ অংশগ্রহণ করেছে আন্তর্জাতিক পর্যায়ে।
আমরা সকল বাংলাদেশী টিম যারা ই-স্পোর্টস এ অংশগ্রহণ করেছে কিংবা ফিউচারে করবে তাদেরকে আমরা সাপোর্ট করছি এবং উৎসাহ দিচ্ছি।
এই ইভেন্টগুলোতে জয়ী হলো আমাদের দেশে অনেক বড় পরিমাণে রেভেনিউ আসবে যা দেশের অর্থনীতিতে অনেক ভালো ভূমিকা রাখবে। সাথে বাংলাদেশকেও বিশ্বের সামনে তুলে ধরা কিংবা রিপ্রেজেন্ট করার অন্য একটি মাধ্যম হচ্ছে এই ই-স্পোর্টস!
বাংলাদেশী সকল ই-স্পোর্টস টিম গুলোর জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা।
পরিবর্তন হোক চিন্তা ভাবনা।

পাঠকের মতামত

Comments are closed.