271302

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের আবেদনে ভুল সংশোধন করা যাবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আবেদনপ্রক্রিয়া শেষ হয় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে, যা শুরু হয়েছিল ২৫ অক্টোবর থেকে অনলাইনে। এখন আজ থেকে শুরু হলো, ওই সময়ে করা আবেদনের ওপর ভুল সংশোধনের সুযোগ। অনলাইনে আবেদন করার সময় কেউ যদি কোনো ভুল করে থাকেন, তবে তিনি এখন তা সংশোধন করতে পারবেন।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানায়, আবেদন ফি পরিশোধ করা প্রার্থীরা আজ শনিবার (২৮ নভেম্বর) থেকে তাদের ভুল সংশোধন করতে পারবেন। এই সুযোগ চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।

অনলাইনে আবেদন করার সময় একাডেমিক সার্টিফিকেট গ্রহণ, বিশ্ববিদ্যালয় যুক্ত না থাকায় আবেদন সম্পন্ন না হওয়া, জেন্ডার (লিঙ্গ) নির্বাচনে ভুলসহ বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হন আবেদনকারীরা। বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আবেদনে ভুল সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে ডিপি

সূত্র: বিডি প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.