271285

দাবি একটাই পাত্রী চাই, পাত্রী সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হলে চলবে না

ডেস্ক রিপোর্ট:  এক সময়ে বিয়ের জন্য পাত্রী চেয়ে পত্রিকায় বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হতো। সেখানে শর্ত হিসেবে জুড়ে দেওয়া থাকতো মেয়ে ধার্মিক হবে। থাকতে হবে শিক্ষাগত যোগ্যতাও। রুপ-গুন তো মুখ্য। তবে সময়ের ব্যবধানে সেই বিজ্ঞাপনে ভাটা পড়েছে। লক্ষ্মীমন্ত বউ খুজতে গিয়ে এক আইনজীবী সময়ের দাবি তুলে ধরেছেন। মুহূর্তে সেই পাত্রী চাওয়া বিজ্ঞাপন যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে হাস্যরসের শেষ নেই।
এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। পাত্র হচ্ছেন হুগলির কামারপুরের বাসিন্দা ৩৭ বছর বয়সী এক আইনজীবী। তিনি বিজ্ঞাপনে পাত্রীর যোগ্যতায় উল্লেখ করেছেন- সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হতে পারবে না।
বিজ্ঞাপনে তিনি লিখেছেন, ‘ নেশাগ্রস্ত নই। ইয়োগা চর্চাকারী। হাইকোর্ট আইনজীবী। একটি গাড়ি রয়েছে। বাবা-মা জীবিত। কামারপুকুরে গ্রাম বাড়ি। পাত্রী ফরসা, সুন্দরী, লম্বা, রোগা পাত্রীর দাবি নেই।’
সর্বশেষে স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, ‘দাবি একটাই পাত্রী সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হলে চলবে না।’
নীতিন স্যাংওয়ান নামে এক সরকারি কর্মকর্তা বিজ্ঞাপনটি টুইট করেন। এরপর অনলাইনে এটি ভাইরাল। এ নিয়ে তৈরি হয় হাস্যরসের।

পাঠকের মতামত

Comments are closed.