271240

বরিশাল বিভিন্ন সড়কে “sorry” লেখা দেখে শঙ্কিত হন এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট: বরিশাল নগরের বেশ কয়েকটি সড়কে কে বা কারা রঙ দিয়ে ইংরেজিতে ‘Sorry’ শব্দ লিখেছে। বিষয়টি ঘিরে শহরে ইতোমধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে জনমনে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনার।

মঙ্গলবার দিবাগত রাতে দেখা যায়, নগরের কোতোয়ালি মডেল থানার সামনের সড়কের দুটি স্থানে ইংরেজিতে Sorry শব্দটি লেখা রয়েছে। এরপর চকবাজারের পুলের ওপর এবং নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালসংলগ্ন জিয়া সড়কে বেশ  কয়েকটি স্থানে একইভাবে স্যরি শব্দটি লেখা রয়েছে।

এমন আরও কয়েকটি স্থানে  ‘Sorry’  শব্দ লেখা হয়েছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের অনেকের ধারণা,  কারো অভিমান ভাঙ্গাতে কেউ হয়তো এমনটা করতে পারে। যুব সমাজের অনেকের মতে, এটি হয়তো কোনো পাগলাটে প্রেমিকের কাজ।

এ লেখার পেছনের কারণ কি? কেন লেখা হয়েছে? তা আইন-শৃঙ্খলা বাহিনীর খতিয়ে দেখা উচিত বলে মনে করেন শহরের সুশীল সমাজ।

সূত্র: বিডি প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.