271077

ভেন্টিলেটর সাপোর্টে আজিজুল হাকিম, অবস্থা সংকটাপন্ন

করোনাভাইরাসের কারণে ফুসফুস বেশি সংক্রামিত হওয়ায় অভিনেতা আজিজুল হাকিমকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। নগরীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ অভিনেতা।
আজিজুল হাকিমের ভাগ্নে ওয়াজেদ জামিল বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াজেদ জামিল হাসপাতালের সিনিয়র মেডিক‌্যাল অফিসার (সার্জারি)।

তিনি বলেন, খালুর (আজিজুল হাকিম) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আসলে বেশি মাত্রায় ফুসফুস সংক্রমিত হয়েছে।

এর আগে স্ত্রী জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ানসহ করোনায় আক্রান্ত হন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। আজিজুল হাকিমের বয়স হয়েছে ৬১ বছর। মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের করোনা শনাক্ত হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

বৃহস্পতিবার জানা যায়, আজিজুল হাকিমের শরীরে জ্বর থাকলেও জিনাত হাকিম ও হৃদের জ্বর নেই। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা।

টেলিভিশন, সিনেমা এবং মঞ্চের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন তিনি। টিভি নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এ অভিনেতা। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন আজিজুল হাকিম। মেয়ে নাজাহ হামিক ও ছেলে মুহাইমিন রেদোয়ানকে নিয়েই তাদের সংসার।

পাঠকের মতামত

Comments are closed.