271064

এই পদ্ধতিতে খুব সহজেই হাতের মেহেদি তুলুন

হাতে মেহেদি পরতে সব নারীরাই পছন্দ করেন। বিশেষ করে যে কোনো আনন্দের উৎসবে নারীরা হাতে-পায়ে মেহেদি পরেন। মেহেদি পরার পর দুদিন সুন্দর দেখালেও, যখন থেকে মেহেন্দির রং হালকা হতে শুরু করে তখনই দেখতে খারাপ লাগে।
অনেকে দুই এক দিনের জন্য মেহেদি লাগাতে চাইলে তোলার সমস্যার জন্য লাগাতে পারে না। কারণ মেহেদি দুই এক দিনে উঠে না। তাই মেহেদি পরেন না। এবার থেকে যখন খুশি ইচ্ছে মতো ডিজাইনের মেহেদি লাগান আর তুলুন। কারণ হাত থেকে মেহেদি তোলার অপেক্ষায় আপনাকে আর থাকতে হবে না। চলুন তবে জেনে নেয়া যাক যেভাবে খুব সহজেই মেহেদি তুলে ফেলা যায় সে সম্পর্কে-

> লেবুতে ব্লিচিং উপাদান রয়েছে। যা মেহেদির রং দ্রুত দূর তুলতে সাহায্য করে। তাই লেবু কেটে তা দিয়ে হাত-পায়ে কিছুক্ষণ ধীরে ধীরে ম্যাসাজ করুন।

> যেখানে মেহেদি লেগে আছে, সেখানে টুথপেস্ট দিয়ে ঘষতে থাকুন। তারপরে একটি ভেজা কাপড় দিয়ে হাত-পা মুছে নিন। দিনে দুইবার কাজটি করুন।

> লেবু ও বেকিং সোডা সমপরিমাণ নিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি পাঁচ মিনিটের জন্য হাত-পায়ে লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে হাত-পা শুষ্ক লাগলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

> জীবাণুনাশক সাবান দিয়ে বারবার হাত-পা ধুতে হবে। তাতে মেহেদির রং দ্রুত ম্লান হয়ে যায়।

> চুল কোমল ও সিল্কি করার জন্য হেয়ার কন্ডিশনার ব্যবহার করা হয়। তবে এর পাশাপাশি হাত-পা থেকে মেহেদি তুলতেও সাহায্য করে।

পাঠকের মতামত

Comments are closed.