271057

দুই পা ওয়ালা ভেড়ার নাটক

রাস্তার দেয়ালে সরল পাত্র চাই বিজ্ঞাপন দেখে ঘটক সালাম ফোন করে। ফোন ধরে ঘষেটি বেগম। সে ভেড়া পাত্র (সরল পাত্র) নিয়ে যেতে বলে। ঘটক সালাম একটা সুন্দর দেখে ভেড়া নিয়ে যায়। ঘষেটি বেগম বলে সে চার পায়ের ভেড়া চায় না। দুই পায়ের ভেড়া চায় (সরল পাত্র)।

ঘটক চ্যালেঞ্জ জানায় যে, দুই পায়ের কোনো ভেড়া হয় না। ভেড়া সব সময় চার পায়ের হয়। ঘষেটি বেগম বলে তার ঘরেই একটা দুই পায়ের ভেড়া আছে। সেটা হচ্ছে তার স্বামী জাফর। সে স্ত্রীর কথায় ওঠে বসে। পুরু নামের একটা ভেড়া সে।

এই জাতীয় তিনটা দুই পায়ের ভেড়া পাত্র সে চায়। তার এক মেয়ে শিলা, ভাগ্নি নিলা ও বোন ইলার জন্য। যারা স্ত্রীর কথায় উঠবে আর বসবে। এমনই কমেডি গল্প নিয়ে মীর্জা রাকিবের রচনায় সোহেল তালুকদার নির্মাণ করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘সরল পাত্র চাই’।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ও নির্মাতা শামীম জামান, ফারজানা রিক্তা, তারেক স্বপন, সামিনা বাশার, চিত্রনায়িকা অরিন, সোহান খান, শফিক খান দিলু, নিলা ইসলাম, শামীম আহমেদ, ফারগানা মিল্টন, শামীমা, কাঞ্চনসহ আরও অনেকে।

অভিনেতা শামীম জামান বলেন, ‘সরল পাত্র চাই’ কমেডি গল্পের ধারাবাহিকটি হাস্যরসে ভরপুর। কমেডি গল্প হলেও এর শেষে বার্তা আছে। অনেকেই মনে করেন, কমেডি মানেই ভাড়ামি। তা কিন্তু ন।য় কমেডি গল্পও সুন্দর ভাবে উপস্থাপন করা যায়। তেমনই গল্পের একটি ধারাবাহিক এটি। আশা করছি, সবাই বিনোদিত হবেন।’

নির্মাতা সোহেল তালুকদার বলেন, ‘আমার নাটকগুলোতে সব সময় নতুনত্ব রাখার চেষ্টা থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। খুব শিগগির ধারাবাহিকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার শুরু হবে। আশা করছি, এটি দর্শকদের ভালো লাগবে।’

 

পাঠকের মতামত

Comments are closed.