270894

বয়সের ছাপ দূর করতে পুরুষরা যা করবেন

রূপচর্চা তো মেয়েরা করে! তবে নারী হোক বা পুরুষ ত্বকের সুরক্ষায় সবারই সচেতন থাকা জরুরি। নিজেকে সতেজ, লাবণ্যময় আর তারুণ্যদীপ্ত রাখতে রূপচর্চার জুড়ি নেই। ত্বক পরিষ্কার রাখা রূপচর্চার অন্যতম বিষয়।

যেসব পুরুষ বাইরে বেশি থাকেন, তাদের ত্বকের ওপর অত্যাচার বেশি হয়। রোদ, ধুলাবালি ইত্যাদির কারণে ত্বক বিশেষ করে মুখের ত্বক বেশ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে পুরুষের ত্বকে বয়সের ছাপও দ্রুত পড়ে। একটু যত্ন নিলে এ ক্ষতি কাটিয়ে উঠে ত্বক রাখা যায় সতেজ। জেনে নিন করণীয়-

ফেসওয়াশ ব্যবহার করলেও ত্বকের গভীর থেকে ময়লা তুলে আনা যায় না। এ জন্য মুখের ত্বকের যত্নে মাঝে মধ্যে স্ক্রাব ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারে মুখের তেলতেলে ভাব কাটিয়ে সতেজ থাকা যায়।

স্ক্রাবের ভেতরের দানাদার উপাদান সহজেই মুখের ত্বকে থাকা মৃত কোষ সরিয়ে ত্বকে লাবণ্য ফিরিয়ে আনে। এ ছাড়া স্ক্রাবে থাকা তেল বা ক্রিম ত্বককে সতেজ করে তোলে। কোনো কারণে লোমকূপ বন্ধ হয়ে গেলে সেখানে ব্ল্যাক হেডস তৈরি হয়। স্ক্রাব ব্যবহারে ব্ল্যাক হেডস হওয়ার আশঙ্কা কমে।

সপ্তাহে দুই দিন মুখে স্ক্রাব করালেই ত্বক ভালো থাকবে। ভালো মতো স্ক্রাব করে নিলে শেভ করতে বাড়তি সুবিধা মিলবে। এর ফলে ব্ল্যাক হেডস ও ত্বকের নিচে থাকা লোমের গোড়া একই সঙ্গে পরিষ্কার হয়ে যায়। ফলে রেজর চালাতেও সুবিধা হয়।

এবার জেনে নিন ঘরে কীভাবে স্ক্রাব তৈরি করে ব্যবহার করবেন-

স্ক্রাব করা খুব সহজ। প্রথমে মুখে পানি দিয়ে নিন। তারপর আঙুলে অল্প পরিমাণ স্ক্রাব ক্রিম নিয়ে পুরো মুখমণ্ডলে আলতো করে ঘষতে থাকুন। ২ থেকে ৩ মিনিট ঘষার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

স্ক্রাব করে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। সপ্তাহে দুই দিন নিয়মিত ব্যবহারে মুখের ত্বকের বয়সের ছাপ, ব্ল্যাব হেড, মৃত কোষ উঠে গিয়ে পুরো মুখে একধরনের স্নিগ্ধতা আসবে। ফিরে আসবে লাবণ্য। চলে যাবে বয়সের ছাপ।

> আধা চা-চামচ গমের ভুসির সঙ্গে এক টেবিল চামচ জলপাই তেল ও আধা চা-চামচ দানা গুড় মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার মুখে বৃত্তাকারে ঘষে মুখ ধুয়ে ফেলুন।

> এক টেবিল চামচ ওট নিয়ে তার সঙ্গে এক টেবিল চামচ জলপাই তেল ও এক চা-চামচ মধু মিশিয়ে পেস্ট বানান। এবার সেটা মুখে ঘষে মিনিট দুই পর ধুয়ে ফেলুন।

> পরিমাণমতো ক্লেনজিং মিল্ক নিয়ে তার সঙ্গে গমের ভুসি মিলিয়ে মুখে মাখুন।

পাঠকের মতামত

Comments are closed.