270403

পূজায় বাড়ি যাচ্ছেন না পূজা

শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকাদেরও থাকে নানা আয়োজন-পরিকল্পনা। তবে করোনার কারণে এবার বাংলাদেশে পূজা উদযাপনে সরকারিভাবে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। কারণ দেশে করোনা সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে।

শুধুমাত্র এই কারণেই এ বছরের দুর্গাপূজা উৎসবে বাংলাদেশের হিন্দু অভিনয়শিল্পীদের অধিকাংশই থাকবেন ঘরবন্দি। বাসায় পরিবার নিয়েই কাটাবেন পূজা উৎসব। তবে অল্প বিস্তর পরিকল্পনা রয়েছে হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরির। তিনি জানালেন, ঢাকার ভেতরে কয়েকটা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে তার। তবে সবকিছুই নায়িকা করতে চান স্বাস্থ্যবিধি মেনে।

পূজার কথায়, ‘ঢাকেশ্বরী, রমনা, কালীমন্দির ও বনানী পুজামণ্ডপ দেখতে যাওয়ার ইচ্ছা আছে। সত্যি বলতে, এবারের পূজাটা অন্যবারের চেয়ে একেবারেই আলাদা। কয়েকদিন আগে আমার জ্বর হয়েছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম, করোনা হলো কিনা। কিন্তু তেমন কিছু হয়নি। তাই পূজায় যেখানেই যাবো স্বাস্থ্যবিধি মেনে চলবো।’

পূজা এও জানান, করোনা সংক্রমণের কারণে এবারের পূজায় তিনি গ্রামের বাড়িতে যাবেন না। নায়িকাদের গ্রামের বাড়ি খুলনার গাজিরহাট এলাকায়। সেখানে প্রতি বছর মহা আড়ম্বরে দুর্গাপূজা উদযাপন করা হয়। কিন্তু এবারের চিত্র ভিন্ন। পূজা বলেন, ‘করোনার কারণে এবার গ্রামে পূজার আয়োজন হচ্ছে না। তাই বাড়িতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পাঠকের মতামত

Comments are closed.