270116

বিশ্বের সবচেয়ে দুর্লভ গোলাপী ডায়মন্ড

বিশ্বের সবচেয়ে মূল্যবান ও দুর্লভ গোলাপী ডায়মন্ডকে নিলামে তোলার জন্য হংকংয়ে উন্মোচন করা হয়েছে। আগামী নভেম্বরে এটি সুইজারল্যান্ডের জেনেভায় নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
এসব তথ্য নিশ্চিত করেছে হংকংয়ের নিলামকারী প্রতিষ্ঠান ‘সোদাবি। এরইমধ্যে ডায়মন্ডটির মূল্য প্রায় চার কোটি মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

নিলামকারী প্রতিষ্ঠান ‘সোদাবি’ জানায়, গোলাপী ডায়মন্ড বা মসৃণ হিরকখণ্ডের নামকরণ করা হয়েছে ‘দ্য স্পিরিট অব দ্য রোজ’। প্রায় ১৫ ক্যারেটে সমৃদ্ধ ডায়মন্ডের আনুমানিক মূল্য প্রায় চার কোটি মার্কিন ডলার।

নিলামকারী প্রতিষ্ঠানের মুখপাত্র জানান, বিশ্বে এমন নিখুঁত গোলাপী ডায়মন্ড খুবই বিরল। এটি আকারেও বেশ বড়। আগামী ১১ই নভেম্বর জেনেভায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে গোলাপী ডায়মন্ড খণ্ডটি নিলামে বিক্রি হবে।

এদিকে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মূল্যবান জুয়েলারি, বিশেষ করে দামি মণিমুক্তা ও পাথর ক্রয়ে বিনিয়োগ করছেন ধনাঢ্য ব্যক্তিরা। শখ করেই অনেক সময় দৃষ্টিনন্দন এসব ধাতু কিনে থাকেন তারা।

পাঠকের মতামত

Comments are closed.