270111

আজ গায়ক কিশোর কুমারের প্রয়াণ দিবস

ভারতীয় বাঙালি গায়ক এবং নায়ক কিশোর কুমার গাঙ্গুলি। আজ তার মৃত্যুবার্ষিকী। ৪ আগস্ট ১৯২৯ সালে তিনি জন্মগ্রহণ করেন এবং ১৩ অক্টোবর ১৯৮৭ সালে তিনি তার শেষ নিশ্বাস ত্যাগ করেন। একসময় তিনি রাজত্ব করেছেন পুরো ভারতে। ভীষণ গুণী একজন শিল্পী ছিলেন কিশোর কুমার। তাইতো মানুষের মনে এখনো তিনি জীবিত রয়েছেন।
তিনি ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং সর্বশ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে বিবেচিত হন। কিশোর কুমার ছিলেন বাবা-মায়ের চতুর্থ সন্তান। তিনি জীবনে চারটি বিবাহ করেন। চলচ্চিত্র জীবনে চারটি বাংলা ফিল্মে অভিনয় করেন এই সফল ব্যক্তি।

কিশোরের শৈশবকালীন সময়েই তার বড়দা অর্থাৎ জ্যেষ্ঠ ভ্রাতা অশোক কুমার বোম্বেতে হিন্দি চলচ্চিত্র জগতে বড় সাফল্য পান। এই সফলতা ছোট্ট কিশোরের উপরে ব্যাপক প্রভাব ফেলেছিল। ছোটবেলা থেকেই কিশোর বিখ্যাত গায়ক কুন্দন লাল সায়গলের একজন বড় ভক্ত হয়ে উঠেছিলেন। তখন তিনি সায়গলের গানগুলো অনুকরণ করতেন বা নকল করে গাইতেন।

কিশোর কুমার বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছিলেন। যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালায়লম, ওড়িয়া এবং উর্দু। তিনি আটবার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন এবং একই বিভাগে সর্বাধিক ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ের রেকর্ডও করে গেছেন।

পাঠকের মতামত

Comments are closed.