270064

অনন্ত জলিলের বক্তব্যের সমালোচনা, বয়কটের ঘোষণা তারকাদের

নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য দেয়ার অভিযোগে চিত্রনায়ক অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দিলেন বেশ কয়েকজন তারকা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, প্রসূন আজাদ, কণ্ঠশিল্পী পুতুল সাজিয়া সুলতানা।
কণ্ঠশিল্পী পুতুল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, অনন্ত জলিল প্রমাণ করলো সে কতটা চিন্তাশীলতাহীন আর বোধহীন! আধুনিক পোশাক পরা সত্ত্বেও চূড়ান্ত মৌলবাদ ঘাপটি মেরে থাকে আশেপাশের বেশির ভাগ পুরুষের ক্ষেত্রেই, আপনিও তাদের একজন! ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করার মতো এতটা অসংবেদনশীল বক্তব্য কী করে দিতে পারলেন?

প্রসূন আজাদ লিখেন, আমি প্রসূন আজাদ, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সংবলিত ভিডিও বার্তা দেয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।

এদিকে অভিনেত্রী সোহানা সাবা সরাসরি অনন্তর নাম মেনশন না করলেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোশাকের নাম করে ধর্ষণে উৎসাহ প্রদানকারীদের শাস্তি চেয়েছেন। সোহানা সাবা লিখেন, হত্যার পরিকল্পনাকারী অথবা হত্যা করার হুমকিদানকারীকে যেমন মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়, ঠিক তেমনি ধর্ষককে উৎসাহদানকারীকে অথবা ‘ধর্ষণের কারণ পোশাক’ ফেসবুক কমেন্টে এবং ভিডিওতে যারা বলছে, তাদেরও সমানভাবে ধর্ষকের শাস্তি দেয়া উচিত! কারণ সুপ্তভাবে একটি ধর্ষক লুকিয়ে আছে এই কমেন্টকারীর অন্তরে! যেই ধর্ষক পরিচয়টি আজ অথবা কাল প্রকাশ পাবেই পাবে!

এদিকে গতকাল এক ভিডিও বার্তায় ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার আহ্বানের পাশাপাশি অনন্ত বলেন, ভিনদেশি নাটক সিনেমা দেখে সেসব দেশের নারীদের মতো অশালীন পোশাক পরার চেষ্টা করে। এতে করে আল্লাহ তোমাদের যে চেহারা দিয়েছে সেই চেহারার দিকে না তাকিয়ে বখাটেরা তোমার ফিগারের দিকে তাকায়। এই তোমাদের অশালীন ড্রেসের কারণে তোমাদের ফিগারের দিকে তাকিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করে বখাটে ছেলেরা এবং রেপ করার চিন্তা তাদের মাথায় আসে।

পাঠকের মতামত

Comments are closed.