269668

টানা বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা, প্রস্তুত আশ্রয়কেন্দ্র

চট্টগ্রাম নগরীতে টানা বর্ষণে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে এমন লোকজনকে সরিয়ে নিতে মাইকিং করছে জেলা প্রশাসন। একইসঙ্গে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে ১৯টি আশ্রয়কেন্দ্র।

শুক্রবার সন্ধ্যায় ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

আশ্রয়কেন্দ্রগুলো হলো- পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়, কোয়াড পি-ব্লক বিশ্ব কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিরোজশাহ কলোনি প্রাথমিক বিদ্যালয়, বায়তুল ফালাহ আদর্শ মাদরাসা, চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ বাজার সংলগ্ন শেড, রউফাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, রশিদিয়া রউফাবাদ আলিম মাদরাসা, মহানগর পাবলিক স্কুল, আল হেরা মাদরাসা, আমিন জুট মিল ওয়ার্কার্স ক্লাব, আমিন জুট মিলস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লালখানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবাদ উল্লাহ পন্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কলিম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াইডব্লিওসিএ, শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় ও মতিঝর্ণা ইউসেফ স্কুল।

চট্টগ্রাম নগরীতে টানা বর্ষণে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা

চট্টগ্রাম নগরীতে টানা বর্ষণে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ভারী বর্ষণে নগরীর ১৭টি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। সেসব এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে। এছাড়া তাদের জন্য নগরীর বিভিন্ন এলাকায় ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী- নগরীর খুলশী, পাহাড়তলী, আকবরশাহ এলাকার ঝিল-১, ২ ও ৩ নম্বর এলাকা, এ.কে খান রোড, বিশ্ব কলোনি, ফিরোজশাহ, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এলাকা, মতিঝর্ণা, বাটালি হিল, জিয়ানগর, রউফাবাদ, শান্তিনগর, ট্যাংকির পাহাড়, মুজিবনগর, আমিন জুট মিলস এলাকা, মধ্যম নগর ও বায়েজিদ- ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকায় ধসের আশঙ্কা রয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.