269654

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়

বৈরি আবহাওয়া, উত্তাল সাগর আর ৩ নম্বর সংকেত উপেক্ষা করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড় জমেছে।
সাপ্তাহিক ছুটির দিনে দেশের দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। সবাই মেতেছেন সৈকতের নোনাজলে। সৈকতে পর্যটকের বাঁধভাঙা উচ্ছ্বাস। সাগর উত্তাল থাকায় তীরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন লাইফ গার্ড কর্মীরা।

পর্যটকরা বলছেন, দীর্ঘ সময় পর করোনার ঘরবন্দি জীবন থেকে মুক্ত সৈকতে যেন প্রাণ ফিরেছেন। সৈকতের ঢেউ, বালিয়াড়িতে নিজেকে স্মরণীয় করতে ফ্রেমে বন্দিতে ব্যস্ত সবাই।

সৈকতের বালিয়াড়িতে রয়েছে সহস্রাধিক শামুক-ঝিনুক ও বার্মিজ পণ্যের দোকান। তবে বৈরি আবহাওয়ার কারণে বেচা-বিক্রিতে সমস্যা হচ্ছে বলে জানালেন দোকানিরা।

কক্সবাজার সি-সেইভ লাইফ গার্ড ইনচার্জ মোহাম্মদ সিরু বলেন, ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় পর্যটকদের সমুদ্র স্নানে সার্বক্ষণিক সতর্ক তারা। লাইফগার্ড কর্মীরা সর্বদা সতর্কতার সঙ্গে টুরিস্টদের নিরাপত্তা দেয়ার চেষ্টা করছে।

করোনা পরিস্থিতিতে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর গত ১৭ আগস্ট উন্মুক্ত করে দেয়া হয় সৈকতসহ পর্যটন স্পটগুলো।

পাঠকের মতামত

Comments are closed.