269622

৩ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে ওমরাহ

মক্কায় পুনরায় শুরু হওয়া ওমরাহ পালনের জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেবে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে ওমরাহ শুরু ও শেষ করতে হবে হাজিদের। বৃহস্পতিবার রাতে সৌদি গণমাধ্যম আরব নিউজ এ তথ্য নিশ্চিত করে।
করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের সুযোগ দিতে চলছে সৌদি আরব। প্রথম দফায় সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিরা অনুমতি পাবেন পাবেন।

প্রথম দফায় এক দিনের ছয়টি ভিন্ন সময়ে ছয় হাজার হাজি ওমরাহ পালন করতে পারবেন। প্রতি ভাগে এক হাজার হাজিকে তিন ঘণ্টার জন্য ওমরাহ পালনের সুযোগ দেয়া হবে। প্রথম স্তরে কেবল সৌদিতে অবস্থানরত ব্যক্তিরা ওমরাহে অংশগ্রহণ করতে পারবে। সাধারণ ধারণ ক্ষমতার ৩০ ভাগ তথা ‍ছয় হাজার লোক প্রতিদিন ওমরাহ আদায়ের সুযোগ পাবে। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া দ্বিতীয় স্তরে ৭৫ ভাগ তথা ১৫ হাজার লোক ওমরাহ ও ৪০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবে। এরপর এক নভেম্বর থেকে ২০ হাজার লোক ওমরাহ ও ৬০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবে।

জানা গেছে, সৌদি আরবের বাইরে থেকে গিয়ে ওমরাহ পালনের অনুমতি পাওয়া যাবে পরের ধাপগুলোতে।

সূত্র : আরব নিউজ

পাঠকের মতামত

Comments are closed.