269568

করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে ‘টুইনডেমিক’ আতঙ্ক

করোনা আতঙ্ক শেষ না হতেই এবার যুক্তরাষ্ট্রে নতুন ভাইরাস ‘টুইনডেমিক’ নিয়ে আতঙ্ক শুরু হয়েছে। আর এজন্য দেশটির জনগণকে আগাম ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিচ্ছেন মার্কিন চিকিৎসকেরা। তবে করোনা ঠেকাতে ফ্লুয়ের ভ্যাকসিন কোনো কাজ দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

চিকিৎসকরা বলছেন, সবচেয়ে আতঙ্কের হলো করোনা এবং ফ্লু-এর উপসর্গ প্রায় একই রকম। রোগীর শরীরে উপসর্গ দেখে কী হয়েছে তা বলা বেশ কঠিন।

সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এই সময়টাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্ল‌ু সিজনও বলা হয়। অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে দেখা দেয় জ্বর-ঠাণ্ডা-কাশির মতো প্রকোপ। এছাড়া এমনিতেই করোনায় নাজেহাল অবস্থা দেশটির। করোনায় এ পর্যন্ত দুই লাখ চার হাজারের বেশি মানুষ মারা গেছেন সেখানে। এর সঙ্গে আবার ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুয়ের প্রকোপের আশঙ্কা করছেন চিকিৎসকেরা। এই পরিস্থিতিকে তারা বলছেন, ‘টুইনডেমিক সিচুয়েশন’।

মঙ্গলবার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে করোনায় মৃত্যু প্রায় দশ লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং তিন কোটির বেশি মানুষ সংক্রমিত হয়েছে। এর মধ্যে মৌসুমি ফ্লু করোনার চিকিৎসার অগ্রগতিকে ধ্বংস করতে পারে। এর জন্য ব্যাপক ভ্যাকসিন প্রয়োগসহ এখনই কার্যকরী ব্যবস্থা গ্রহন করতে হবে।

করোনা মহামারির আগে যুক্তরাষ্ট্রের অর্ধেক মানুষ মৌসুমি ফ্লুর ভ্যাকসিন নিতেন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতেন। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সংক্রামক ব্যাধি বিভাগের পরিচালক গ্যারি সাইমন বলেন, ‘এ বছরটা ভয়ানক কঠিন হতে চলেছে। হয় ফ্লু, না-হলে করোনা’।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৯৭ হাজার ৯৩৭ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৫ হাজার ৪৭১ জন।

সূত্র: এনবিসি নিউজ

পাঠকের মতামত

Comments are closed.