269544

ব্যালার্ড স্টেট বহুতল ভবনে আগুন, যেখানে আছে রিয়া`র নথিপত্র

মুম্বাইয়ের ব্যালার্ড স্টেট বহুতল ভবনে লাগল আগুন। যেখানে সংরক্ষিত আছে রিয়ার নথিপত্র। আচমকাই আগুন লেগে যায় ওই বহুতলে ভবনে। খবর পাওয়ার পরপরই দমকল কর্মীরা সেখানে পৌঁছে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
প্রসঙ্গত, মুম্বাইয়ের ব্যালার্ড স্টেটের তৃতীয় তলাতেই রয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিস। যে অফিসে বসেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলার তদন্ত শুরু করেছে এনসিবি। রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে, তার গ্রেপ্তার, সবটাই মুম্বাইয়ের ওই অফিসে বসেই সারছিলেন এনসিবির অফিসাররা। ফলে রিয়া চক্রবর্তী-সহ মাদক মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি সেখানে রয়েছে।

কীভাবে আগুন লাগে ওই বহুতল ভবনে, সে বিষয়ে এখনো জানা যায়নি। পাশাপাশি মৃত ও আহতের কোনো খবরও পাওয়া যায়নি।

এদিকে চলতি সপ্তাহেই সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, সিমন খাম্বাট্টা এবং রকুলপ্রীত সিংকে সমন পাঠানো হতে পারে জানা গেছে। মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরের মতো বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের ডেকে সমন পাঠানো হবে বলে জানা যায়।

সূত্র: জিনিউজ

পাঠকের মতামত

Comments are closed.