269381

বিমান বাহিনীর কেনা সি-১৩০ জে বিমান দেশে পৌঁছেছে

যুক্তরাজ্য থেকে কেনা পাঁচটি বিমানের মধ্যে তৃতীয় সি-১৩০জে বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিকের সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করেছে।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) জানায়, এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. আহসানুর রহমান। যাত্রাপথে বিমানটি কায়রো (মিশর) ও মাসকাট (ওমান) এ অবতরণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। এরই ধারাবাহিকতায়, যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক পাঁচটি সি-১৩০জে পরিবহন বিমান যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সঙ্গে ক্রয় চুক্তি এবং মার্শাল এ্যারোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে।

বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে ঐতিহ্যগত রীতি মোতাবেক বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এইচ.ই. রবার্ট চ্যাটার্টন ডিকসন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সি-১৩০জে পরিবহন বিমান অত্যাধুনিক এভিওনিক্স ও উন্নত প্রযুক্তি সম্পন্ন পরিবহন বিমান যা মালামাল ও সৈন্য পরিবহনসহ দেশে ও বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে।

ক্রয়কৃত বাকি বিমানগুলো পর্যায়ক্রমে যুক্তরাজ্য থেকে নিয়ে আসার পরিকল্পনা নেয়া হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যাধুনিক এই সি-১৩০জে বিমানের অন্তর্ভুক্তি, বিমান বাহিনীর পরিবহন ক্ষমতা সর্বোপরি বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে।

পাঠকের মতামত

Comments are closed.