269346

বাংলাদেশে আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহী এরদোগান

বাংলাদেশে একটি আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহী প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
বুধবার আঙ্কারায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে এ জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দের প্রস্তাব দিয়েছেন তিনি।

এর বাইরে তুরস্কের প্রেসিডেন্ট দুই দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যার মধ্যে রয়েছে বিদ্যমান শুল্ক বাধা এড়িয়ে নতুন পণ্য, বস্ত্র, ওষুধ ও অন্যান্য খাতে বিনিয়োগ।

এছাড়া উভয় দেশের বাণিজ্যমেলায় অংশগ্রহণ নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বাণিজ্যিক পণ্য আদান-প্রদানের বিষয়ে নতুন উদ্যোগ গ্রহণ, আরো বেশি প্রতিনিধি দল প্রেরণ এবং মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন তারা। একইসঙ্গে শিক্ষা, সংস্কৃতি ও সামরিক খাতে চলমান সহযোগিতাকে শক্তিশালী হিসাবে অভিহিত করেন।

পাঠকের মতামত

Comments are closed.