269268

ভিডিওতে দেখা গেলো ‘ফায়ার সাইক্লোন’র ভয়াবহতা, ২৬ জনের মৃত্যু

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। এই দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভয়াবহ ‘ফায়ার সাইক্লোন’র একটি ভিডিও দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে সাইক্লোনটি জনজীবনকে কীভাবে বিপর্যস্ত করছে।

ওরেগনের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে অগ্নি নির্বাপণ কর্মীরা। অঙ্গরাজ্যটির গভর্নর জানিয়েছেন, সেখানকার বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ওয়াশিংটন, ওরেগন, ক্যালিফোর্নিয়া, ইদাহো, নেভাডা, অ্যারিজোনা, উটাহের বেশিরভাগ এলাকা গুরুতর আবহাওয়া ঝুঁকিতে রয়েছে।

শুষ্ক আবহাওয়া সত্ত্বেও ক্যালিফোর্নিয়াতে নজিরবিহীন গতিতে ছড়াচ্ছে দাবানলের আগুন। সান ফ্রান্সিসকো বে এরিয়া এবং স্যাক্রামেন্তো উপত্যকার পূর্বাঞ্চলে গত বুধবার এত বেশি ধোঁয়ায় আকাশ ছেয়েছিল যে সেসময় আগের দিনের তুলনায় একলাফে তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছিল। তবে চলতি সপ্তাহের দাবানলে সবচেয়ে বেশি ভুগছে ওরেগন। গত তিন দশকের মধ্যে সেখানে এমন বিপদ আর দেখা যায়নি।

ওরেগনের গভর্নর কেট ব্রাউন জানিয়েছেন, গত কয়েকদিনে অঙ্গরাজ্যটিতে প্রায় নয় লাখ একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, যা অন্য সময় পুরো বছর জুড়ে দাবানলের ক্ষয়ক্ষতির সমান।

ওরেগনের জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক অ্যান্ডু ফেল্পস জানিয়েছেন, কর্মকর্তা ব্যাপক হতাহতের ঘটনা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন। আর দাবানলে এরইমধ্যে হাজার হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে। ওরেগনের গভর্নর কেট ব্রাউন জানিয়েছেন, অঙ্গরাজ্যের ৪০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে এবং আরো প্রায় পাঁচ লাখ মানুষকে সরিয়ে নিতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনের বিভিন্ন দাবানলে এরইমধ্যে রেকর্ড সংখ্যক এলাকা পুড়ে গেছে। অগ্নি জরুরি অবস্থা ঘোষণা করেছেন পোর্টল্যান্ডের মেয়র টেড হুইলার। এর ফলে আশ্রয় কেন্দ্র খোলাসহ গৃহহীন মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারবেন তিনি।

ভিডিও:

 

 

 

 

 

পাঠকের মতামত

Comments are closed.