269193

পাঁচ মাস পর খুললো বিমানবন্দর স্টেশন

করোনাভাইরাসের কারণে বন্ধ রাখার প্রায় সাড়ে পাঁচ মাস পর ঢাকার বিমানবন্দর রেলস্টেশন খুলে দেয়া হয়েছে। একইসঙ্গে জয়দেবপুর ও নরসিংদী স্টেশনও খুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেন স্টেশনে যাত্রাবিরতি করছে।

বন্ধের এ সময়ে বিমানবন্দর স্টেশনটিতে প্ল্যাটফর্ম উঁচু করাসহ বেশ কিছু উন্নয়ন কাজ করা হয়েছে। যাত্রীরা যেন সহজে ট্রেন চড়তে পারেন সেজন্য প্ল্যাটফর্ম উঁচু করা হয়। এছাড়া জনসাধারণ লাইনের ওপর দিয়ে হেঁটে অন্য পাশে যাওয়ার সুবিধার্থে গ্রিল দেয়া হয়েছে।

দেশে গত ২৫ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। দুই মাস পর গত ৩১ মে থেকে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হলেও ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী স্টেশন খুলে দেয়া হয়নি।

পাঠকের মতামত

Comments are closed.