269082

বিচ্ছেদের পর বিশ্বের শীর্ষ ধনী নারী হলেন ম্যাকেনজি স্কট

বিশ্বের শীর্ষ ধনী নারীদের তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন সমাজসেবী খ্যাত লেখক ম্যাকেনজি স্কট। তিনি অ্যামাজনের সিইও জেফ বেজোসের সাবেক স্ত্রী।
বৃহস্পতিবার সিএনএন’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচি অনুযায়ী, স্কটের নিট সম্পদ ৬৮ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ল’আরিয়ালের উত্তরাধিকারী ফ্রাঙ্কোয়েজ বেটেনকোর্ট মায়ার্সকে পেছনে ফেলেছেন।

বেজোসের সঙ্গে বিচ্ছেদের সময় অ্যামাজনের এক চতুর্থাংশ শেয়ার গ্রহণ করেন স্কট। অর্থের পরিমাণে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের চেয়ে বেশি। স্কট এখন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকার ১২ তম অবস্থানেও রয়েছেন।

গত জুলাইয়ে হিস্টোরিক্যাল ব্ল্যাক কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ ১১৬ টি সংগঠনকে ১.৭ বিলিয়ন মার্কিন ডলার দান করেছেন স্কট। ওই সংগঠনগুলো প্রয়োজনীয় এলাকায় বর্ণবাদী নির্মূল ও জলবায়ু পরিবর্তনের জন্য কাজ করছে।

গত বছর ওয়ারেন বাফেট, বিল ও মেলিন্ডা গেটসের সঙ্গে একটি উদ্যোগের জন্য প্রতিশ্রুতির চুক্তি করেছেন স্কট। এ উদ্যোগে বিশ্বের ধনী লোকেরা তাদের বিশাল অংশ দেয়ার জন্য উৎসাহ দেয়।

পাঠকের মতামত

Comments are closed.