269034

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস

এবার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের বেশ কিছু অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার রাতে আবহাওয়া অফিস আরো জানায়, আগামী শুক্রবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে দুর্বল অবস্থায় বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পাঠকের মতামত

Comments are closed.