268887

গরমে সারাদিন সতেজ রাখবে যে ৩ ধরনের গোসল

গরমে শান্তির জন্য গোসলের জুড়ি নেই। বাইরে থেকে বাসায় এসে মনভরে গোসল করলেই শরীরে অন্যরকম সুখ অনুভূত হয়। গোসলের সময় যদি কিছু কৌশল ও সহজলভ্য জিনিস ব্যবহার করলে গোসলের প্রশান্তি আরও কয়েকগুণ বেড়ে যাবে। সারাদিন মন ও শরীর থাকবে সতেজ। চলুন এমন তিন ধরনের গোসল সম্পর্কে জেনে নিই-

যুক্ত হোক সুগন্ধি

গরমরকালের গোসলে অনেক বেশি প্রশান্তি এনে দেবে সুগন্ধি। গোসলের পর সুগন্ধ মনকে আরও প্রফুল্ল করে তুলবে। গোসলের পানিতে মেশানোর জন্য অনেক ধরনের সুগন্ধি বাজারে পাওয়া যায়। আপনার পছন্দমতো সুগন্ধি আপনি ব্যবহার করতে পারেন।

তবে বাসায়ও তৈরি করতে পারবেন গোসলের সুগন্ধি। এজন্য গোলাপ জলে কিছু পরিমাণ সাদা চন্দন বেঁটে নিন৷ বেঁটে নিতে পারেন কিছু পরিমাণ পুদিনা পাতাও৷ গোসলের পানিতে এটি মিশিয়ে গোসল করলে সারাদিন মন ও শরীর সতেজ থাকবে।

বাড়িতেই হোক স্পা বাথ

প্রচুর টাকা খরচ করে স্পা বাথ নিতে বিউটি স্যালোঁতে যান অনেকে৷ একটু সময় খরচ করলে বাড়িতেই নিতে পারেন স্পা বাথ৷ গোসলের পানিতে বাথিং সল্ট মিশিয়ে নিন৷ তারমধ্যে কিছু পরিমাণ গোলাপ জল, পুদিনা পাতার রস ঢেলে দিন৷ গোসল শেষে পরিষ্কার পানি শরীরে ঢেলে নিন৷ সারাদিন সতেজ থাকতে এই গোসল দারুণ কার্যকর৷

গোলাপ জলে গোসল

বাজার থেকে গোলাপ জল কিনে এনে প্রতিদিনকার গোসলের পানিতে সেটি মিশিয়ে নিতে পারেন। কিংবা বাড়িতেই বানিয়ে নিতে পারেন গোলাপ জল৷ গোলাপের পাপড়ি ফুটিয়ে নিন৷ সেই পানি ঠান্ডা করে তার মধ্যে অল্প পরিমাণ গ্লিসারিন মেশান৷ গোসলের পানিতে গোলাপ জল মিশিয়ে গোসল করলে সারাদিন মন ও শরীরকে সতেজ রাখবে।

পাঠকের মতামত

Comments are closed.