268502

অমিত শাহের করোনামুক্ত হওয়ার খবর ভুয়া

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এখনো কোভিড-১৯ পজিটিভ। তিনি করোনা থেকে সুস্থ হয়েছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে সেগুলো ভুয়া।
রোববার সকালে বিজেপির সাংসদ মনোজ তিওয়ারি এক টুইটার বার্তায় জানান, অমিত শাহের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে পরবর্তীতে ওই টুইটটি মুছে ফেলেন তিনি। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অমিত শাহের করোনা নেগেটিভের খবরটি ভুয়া বলে জানানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, গত সপ্তাহের পর থেকে এখন পর্যন্ত নতুন করে অমিত শাহের আর করোনা পরীক্ষা করা হয়নি।

এর আগে, গত ২ আগস্ট অমিত শাহের করোনা শনাক্ত করা হয়। এরপর থেকেই হাসপাতালে ভর্তি আছেন তিনি। এক টুইটার বার্তায় অমিত শাহ জানান, আমার মধ্যে করোনার প্রাথমিক লক্ষণগুলো থাকায় আমি পরীক্ষা করিয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হয়েছি।

তিনি আরো লেখেন, গত কয়েকদিন ধরে আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন তারা দয়া করে নিজেকে আইসোলেশনে রাখুন এবং করোনা পরীক্ষা করুন।

সূত্র- এনডিটিভি

পাঠকের মতামত

Comments are closed.