268469

৯৯৯-এ ফোন, বাড়তি ভাড়া ফেরত পেল যাত্রীরা

বগুড়া-রাজশাহী মহাসড়কে চলাচলরত যাত্রীদের কাছ থেকে ঈদের অজুহাতে নেয়া বাড়তি ভাড়া ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে বাস কর্তৃপক্ষ।
রোববার জেরার নন্দীগ্রাম থানার ওসি শওকত কবিরের নির্দেশে বগুড়া-রাজশাহী সড়কে ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়ার টাকা বাস কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত নিয়ে দেন এসআই ফারুক হোসেন। এছাড়াও যাত্রাপথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।

এ ব্যাপারে ওসি শওকত কবির জানান, একজন যাত্রী বাড়তি ভাড়া নেয়ার বিষয়টি ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেছিলেন। বগুড়া থেকে রাজশাহীর স্বাভাবিক ভাড়া ১৫০ টাকা, কিন্তু নেয়া হচ্ছিল ৩০০ টাকা। অভিযোগ পেয়ে পুলিশ পদক্ষেপ নেয়।

পাঠকের মতামত

Comments are closed.