268445

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস

গত কয়েকদিনের বৃষ্টিপাতের পর আবহাওয়া নিয়ে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঢাকা ও পার্শ্ববর্তী কয়েক জায়গায় কিছুটা বৃষ্টিপাত হলেও তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দুই এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এখানে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.