268432

পৌনে চারশ কোটি টাকার চেক দিল রোবট!

করোনাভাইরাস সংক্রমণের ভয়ে সামাজিক দূরত্ব এখন একটি বিরাট আলোচনার বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে চিকিৎসকরা প্রতিনিয়ত সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন। যদিও অনেক ক্ষেত্রে মানুষ এই পরামর্শকে গুরুত্ব দিচ্ছেন না। তবে সম্প্রতি বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে কানাডার এক লটারি কর্তৃপক্ষ।

সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার এই লটারি কর্তৃপক্ষ বিজয়ীকে নিজেদের হাতে চেক না দিয়ে তা তুলে দিয়েছেন রোবটের মাধ্যমে। তাও আবার প্রায় শত কোটি টাকার চেক। গুয়েলাইন দেসজারদিনস নামের এক নারী এই চেক গ্রহণ করেন। ‘সারা’ নামক একটি অটোমেটেড রোবটিক অ্যাসিস্টেন্ট দ্বারা এ পুরস্কার হস্তান্তর করা হয়।

এদিকে রোবটের হাত থেকে কোটি টাকার চেক নিয়ে দারুণ উচ্ছ্বসিত ওই নারী। রোবটের থেকে পুরস্কারের চেক নেয়ার সময়ও তার মুখে ছিল মাস্ক।

প্রতিবেদন থেকে আরো জানা গেছে, ওই নারী পুরস্কার হিসেবে জিতেছেন ছয় মিলিয়ন কানাডিয়ান ডলার । যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৮ কোটি টাকা। এছাড়াও স্বাস্থ্যবিধি মানতে অনুষ্ঠান কর্তৃপক্ষ পুরস্কারের চেক তুলে দেয়ার অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছে।

উল্লেখ্য, গত ২৫ বছর ধরে একই নম্বরের লটারির টিকিট কিনে আসছেন ওই নারী। অবশেষে তিনি সেই কাঙ্ক্ষিত লটারির পুরস্কার জিতলেন।

পাঠকের মতামত

Comments are closed.