268275

পোষাপ্রাণীদের মধ্যেও ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের অনেক মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হয়ে চলছে। মানুষ ছাড়া অন্য প্রাণীদের মধ্যেও ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

বিবিসি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি যুক্তরাজ্যে একটি পোষা বিড়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এর মধ্যে অল্প কিছু উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের ওয়েব্রিজে বুধবার এক পরীক্ষায় এই সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাজ্যের পশু বিষয়ক প্রধান চিকিৎসক ক্রিস্টিন মিডলমিস বলছেন, এই প্রথম যুক্তরাজ্যে কোনো প্রাণী কোভিড-১৯ রোগে আক্রান্ত হল।

তবে বিড়ালটির মাধ্যমে তার মালিক অথবা অন্য কোনো প্রাণী আক্রান্ত হয়েছে এরকম কোনো প্রমাণ নেই বলে দাবি করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে ক্রিস্টিন মিডলমিস বলেন, কোনো প্রাণীর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল। আর বিড়ালটির শরীরে খুব সামান্যই উপসর্গ দেখা দিয়েছে।

তাছাড়া কোনো পোষা প্রাণী মানবদেহে করোনাভাইরাস ছড়াতে পারে বলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে কোনো প্রাণীর সংস্পর্শে আসার পর হাত ধুয়ে ফেলার জন্য পরামর্শ দিচ্ছে ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়াও এই বিড়ালের মাধ্যমে আর কোথাও ভাইরাস ছড়ায় কিনা তার উপর নজর রাখা হচ্ছে।

পাঠকের মতামত

Comments are closed.