268285

করোনাকালে এবার দেখা মিলল বিরল প্রজাতির নীল লবস্টারের

করোনাকালে এবার দেখা মিলল বিরল প্রজাতির নীল লবস্টারের। রেড লবস্টার নামের একটি রেস্টুরেন্টের একজন কর্মচারী একটি বিরল প্রজাতির নীল গলদা চিংড়ির সন্ধান পেলেন। বিষয়টি তিনি রেস্টুরেন্টের মালিককে জানালে তিনি চিংড়িটি রান্না করার পরিবর্তে ওহিও চিড়িয়াখানায় পাঠিয়ে দেন।

সিএনএনর প্রতিবেদন থেকে জানা গেছে, এরইমধ্যে রেড লবস্টারের ওই কর্মী নীল রঙের লবস্টারটির নামকরণও করেন! তিনি লবস্টারটির নাম দেন ক্লাউড। পরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মন্টেরে বে অ্যাকুরিয়ামের সঙ্গে যোগাযোগ করেন এবং তারাই লবস্টারটি চিড়িয়াখানায় পৌঁছে দেয়।

আকরন চিড়িয়াখানার ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, রেড লবস্টারের ওই কর্মী নীল রঙের লবস্টারটি দেখেই বুঝতে পারেন যে এটি বিরল প্রজাতির।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, পৃথিবীতে প্রায় দুই মিলিয়ন লবস্টারের মধ্যে একটি নীল লবস্টার রয়েছে। মূলত জীনগত ভিন্নতার জন্যই এগুলো নীল হয়ে থাকে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফেসবুকে জানায়, “আমাদের পরিচর্যা কর্মীরা লবস্টারটির যত্ন নেয়া শুরু করেছে। এমনকি কেয়ার টিম বিশেষ একটি ট্যাঙ্কে ক্লাউডের জন্য তৈরি বাড়িটির নাম দেয়া হয়েছে ‘ক্লাউডস ম্যান ক্যাভ’। এখন সেখানে আরামে বসবাস করছে ক্লাউড।

`ক্লাউডস ম্যান ক্যাভ`

`ক্লাউডস ম্যান ক্যাভ`

চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরো জানায়, ক্লাউড তাদের যে কোমোডো কিংডম বিল্ডিংয়ে রয়েছে তা এখন করোনা মহামারীর কারণে জনসাধারণের জন্য বন্ধ রয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.