268228

শরীরে যে সমস্যাগুলো আগাম ব্রেন ক্যান্সারের ইঙ্গিত দেয়

আমাদের দেহে নানা রোগ বাসা বাঁধে। কিছু রোগ সাধারণ, আবার অনেক ব্যাধি এমন আছে যা খুবই মারাত্মক। এর মধ্যে একটি হচ্ছে ক্যান্সার। আমাদের শরীরে বেশ কয়েকটি জায়গায় আচমকাই ক্যান্সার দেখা দিতে পারে। এদের মধ্যে একটি হলো ব্রেন ক্যান্সার। ব্রেন ক্যান্সার খুবই ভয়ানক।
বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকে এর লক্ষণগুলো জানা থাকলে সতর্ক থাকা সম্ভব।

বিশেষজ্ঞরা আরো জানান, ব্রেন ক্যান্সার হওয়ার আগে শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে। যা দেখে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করে চিকিৎসা নিলে সুস্থ থাকা যায়। এমনকি ক্যান্সারের মতো মারণব্যাধি থেকেও অনেকাংশে মুক্ত থাকা যায়। বিশেষজ্ঞরা এই রোগের কয়েকটি লক্ষণের কথাও জানিয়েছেন। চলুন জেনে নেয়া যাক সেই লক্ষণগুলো সম্পর্কে-

> খুব মাথার যন্ত্রণা, বমি বমি ভাব অথবা বমি হওয়া, জ্বর আসা এগুলো মোটেই ভালো লক্ষণ নয়। এসব লক্ষণে অবহেলা নয়, চিকিৎসকের পরামর্শ নিন।

> হঠাৎ করে শারীরিক অথবা মানসিক পরিবর্তন চোখে পড়া, অস্বাভাবিকভাবে ঘুম হওয়া বা স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়া। এমনটা দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

> চোখের কোনো সমস্যা নেই, তারপরও মাঝে মধ্যেই চোখে ঝাপসা দেখতে শুরু করেছেন। এতে আপনার সতর্ক হওয়া দরকার।

> কথা বলতে গিয়ে মুখে জড়িয়ে যাচ্ছে। তবে দেরি নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: জিনিউজ

পাঠকের মতামত

Comments are closed.