268198

৬ হাজার টাকায় বিক্রি হলো এক ইলিশ

দেশের দ্বিতীয় বৃহত্তম ইলিশ বন্দর বরগুনার পাথরঘাটা। প্রতিদিন এখানে বেচাকেনা হয় ১০০-২০০ মেট্রিক টন ইলিশ। এ বছর ইলিশের আকার বড় হওয়ায় দামও বেশি পাচ্ছে জেলেরা। ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৫ হাজার ৯০০ টাকায়।
রোববার সকালে পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছ বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সাগর থেকে চারটি ট্রলার বিএফডিসি পাইকারি মাছ বাজারে এসেছে। প্রত্যেক ট্রলারে ৮০০ গ্রাম থেকে ২ কেজির বেশি ওজনের ইলিশ রয়েছে। এরমধ্যে ২ কেজি ৯০০ গ্রামের একটি ইলিশ ৫ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। নিলামে মাছটি বিক্রি করেছেন বিএফডিসি আড়ৎদার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মারুফ হোসেন।

বিএফডিসি বাজারের বাবুরাম কর্মকার জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মধ্যরাতে জেলেরা সাগরে যাওয়া শুরু করেছে। সব জেলে মোবাইলে মালিকদের সুখবর দিচ্ছে। প্রত্যেক ট্রলারে ৮০০ গ্রাম থেকে ২ কেজির ওপরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এবার এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মণ ছিল ৪৬ হাজার টাকা ও এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে মণ ৩৪-৩৫ হাজার টাকা।

বিএফডিসি আড়ৎদার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মারুফ হোসেন বলেন, এক সপ্তাহে এ বাজারে ৯১. ৭২৪ মেট্রিকটন ইলিশ বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। এখন মাছের চড়া দাম। আগামী সপ্তাহের মধ্যে মাছের সরবরাহ বাড়লে দাম কমবে। সাগরে ঝড়-বাদল না থাকলে এ বছর ইলিশ আহরণে রেকর্ড হবে।

পাঠকের মতামত

Comments are closed.