268209

বাবাদের গল্পে সাগরের ঈদ নাটক

ঈদুল আযহা উপলক্ষ্যে জনপ্রিয় নির্মাতা এস এম কামরুজ্জামান সাগরের পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘বাবারা সব পারে’। নাটকটির গল্প লিখেছেন পাপ্পু রাজ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম , শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা , শানেরাই দেবী শানু , স্বপ্নীল সাজ্জাদ’সহ অনেকে।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সাগরের সঙ্গে আমার পরিচয় দীর্ঘ দিনের। তবে এই প্রথম তার সঙ্গে কাজ করলাম। কাজের ক্ষেত্রে আমি বরাবরই গল্পকে প্রাধান্য দেই। এই নাটকের গল্পটি এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে। সাগরের নির্মাণে বরাবরই মুন্সিয়ানা থাকে। কাজটি করে বেশ তৃপ্তি পেয়েছি।’

অভিনেতা শতাব্দি ওয়াদুদ বলেন, ‘আমি এর আগে সাগর ভাইয়ের সঙ্গে কাজ করেছি। তার ইউনিট অনেক গোছানো। সাগর ভাইয়ের নির্মাণে একটি ফিল্মিক ব্যাপার কাজ করে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।’

‘বাবারা সব পারে’ নাটকটির মাধ্যমে একটা মাঝারি বিরতি ভেঙে আবার ছোট পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। তিনি বলেন, ‘যদিও সাগর ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ, তবে তার গল্প এবং নির্মাণের মুন্সিয়ানা আমাকে মুগ্ধ করেছে।’

অভিনেত্রী শানেরাই দেবী শানু বলেন, ‘আমি সাগর ভাইয়ের ‘বুদ্ধিমান গাধা’ নাটকটিতে কাজ করে বুঝতে পেরেছিলাম তিনি গল্প এবং নির্মাণে বিন্দুমাত্র ছাড় দেন না। একটি গোছানো ইউনিটে কাজ করেছি। অনেক ভালো লেগেছে।’

নির্মাতা সাগর জানান, ‘পৃথিবীর প্রতিটি সন্তানের জীবনে বাবার অবদান অপরিসীম। কখনো কখনো একজন বাবা তার সন্তানের জন্য এমন কিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তত হয়, যা একমাত্র বাবার পক্ষেই সম্ভব। পাপ্পু রাজ এ সময়ের সম্ভাবনায় লেখক। নাটকের গল্পের আলোকে তিনি সুন্দর একটি চিত্রনাট্য লিখেছেন। দুটি ভিন্ন সময়ের দুটি ভিন্ন বাবাকে তিনি বেশ ভালোভাবে উপস্থাপন করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমার শুটিং টিমের সকল কলাকুশলিরাও খুব আন্তরিকতার সঙ্গে কাজটি সম্পন্ন করেছেন। আশা করি, বরাবরের মত গল্প নির্ভর একটি প্রোডাকশন দর্শককে উপহার দিতে পারব।’ আসছে ইদুল আযহার অনুষ্ঠানমালায় বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলেও নির্মাতা জানান।

পাঠকের মতামত

Comments are closed.