268185

কিমের রাজ্যে ‘করোনার হানা’, জরুরি অবস্থা জারি

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এতদিন বুক ফুলিয়ে বলেছিলেন, তার দেশ করোনামুক্ত। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নানা মতভেদ সৃষ্টি হয়েছে। এবার দেশটিই স্বীকার করেছে যে, কায়সং শহরে এক সন্দেহভাজন করোনা রোগী পাওয়া গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনের বরাত দিয়ে এপি জানায়, উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর ক্যাসং এরইমধ্যে লকডাউন করা হয়েছে। এছাড়া মহামারি রোধে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

কেসিএনএ জানিয়েছে, তিন বছর আগে দেশ ছাড়া এক ব্যক্তি ১৯ জুলাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ফিরে এসেছে। তাকেই করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। যদি ওই ব্যক্তির করোনা শনাক্ত হয় তাহলে এটিই হবে উত্তর কোরিয়ার প্রথম করোনা কেস।

খবরে আরো বলা হয়েছে, ওই ব্যক্তির সন্দেহভাজন করোনা উপসর্গ পাওয়ায় ‘সর্বোচ্চ জরুরি অবস্থা’ জারি করা হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে যারা যারা ছিল সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এরইমধ্যে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে উত্তর কোরিয়াকে প্রায় ১০ মিলিয়ন ডলারের চিকিৎসার সামগ্রী দিয়ে সহায়তা করেছে ভারত।

পাঠকের মতামত

Comments are closed.