268073

যুবকের লিভার খেয়ে ফেলল আধাসিদ্ধ করে খাওয়া মাছ!

খাবার নিয়ে ফের সংবাদ শিরোনামে এল চীন। আবারো ঘটলো এক ভয়াবহ ঘটনা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চীনের সিচুয়ান প্রদেশ থেকে ফেব্রুয়ারিতে পরিবারের সঙ্গে দেখা করতে আসেন জিই নামের এক যুবক। বাড়ি ফিরে পরিবারের সবার জন্যই বাজার থেকে মাছ কিনে আনেন তিনি। মাছটির স্বাদ বৃদ্ধির জন্য আধাসিদ্ধ করে খান তিনি।
মাছ খাওয়ার দুইদিন পর থেকেই তার পেটে অসহ্য ব্যথা শুরু হয়। সেই সঙ্গে বমি, মাথা ব্যথা, ওজন কমার মতো লক্ষ্মণ দেখা দেয়। প্রথমে তিনি বিষয়টি অগ্রাহ্য করলেও জুনে অনেকটা বাধ্য হয়েই পূর্ব চীনের হাংজহু ফার্স্ট পিপলস হাসপাতালে যান। তার সমস্যার কথা শুনে চিকিৎসক লিভার স্ক্যান করতে বলেন।

ডেইলি মেইলর প্রতিবেদন অনুসারে, তার লিভার স্ক্যান করতেই দেখা যায়, মাংসাশী পরজীবীরা লিভারের প্রায় অর্ধেকটাই খেয়ে ফেলেছে। ফলে তার লিভারের আকার বেড়ে যাচ্ছিল অস্বাভাবিকভাবে। এমনকি লিভারের ভিতর ভালবের আকারের টিউমার বাড়তে শুরু করেছিল।

চিকিৎসকরা জানান, স্ক্যান রিপোর্টে দেখা যায়, তার লিভারে পুঁজ জাতীয় কিছু জমেছে। লিভার জুড়ে পরজীবীর ডিম ভরে গিয়েছে। এমন অবস্থা দেখে চিকিৎসকরা তার লিভারে অস্ত্রপোচার করে সেটিকে শরীর থেকে বাদ দেন।

চিকিৎসকরা আরো জানান, যুবক মাছটি খাওযার পর সেই পরজীবী ওই ব্যক্তির শরীরে আশ্রয় নেয়। লিভার পরজীবীর ডিমে ভরে গেছে। তবে কোনো পরজীবীর বাসা বাধার ঘটনা একেবারেই নতুন। তবে মাংসাশী পরজীবীদের আচরণ দেখে চিকিৎসকরাও অবাক হয়েছেন।

পাঠকের মতামত

Comments are closed.