267985

ঈদ কবে জানা যাবে সন্ধ্যায়

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের এই বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

আজ মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৩১ জুলাই। আর চাঁদ দেখা না গেলে বুধবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং দেশে ঈদ হবে ১ আগস্ট।

উল্লেখ্য, জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করে।

এদিকে সৌদি আরবে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩১ জুলাই কোরবানির ঈদ উদযাপন হবে। সৌদির শীর্ষ ধর্মীয় কাউন্সিলর এ সিদ্ধান্ত জানিয়েছে। ৩১ জুলাইয়ের আগের দিন পালিত হবে পবিত্র হজ।

পাঠকের মতামত

Comments are closed.