267936

বিরক্তিকর উকুন থেকে চিরমুক্তি দেবে রসুন, জানুন পদ্ধতি

বেশিরভাগ নারীদেরই উকুনের যন্ত্রণা পোহাতে হয়। এক্ষেত্রে ছোটরা একটু বেশি ভুগে থাকেন। অনেকেই এই যন্ত্রণা থেকে রক্ষা পেতে নানা পদ্ধতি অবলম্বন করেন। তবে ফলাফল ভালো পাওয়া সম্ভব হয় না।
এক্ষেত্রে ঘরোয়া উপায় খুবই কার্যকর। প্রসাধনী ব্যবহারে চুল নষ্ট হওয়ার ভয় থাকে। তবে ঘরোয়া উপাদান ব্যবহারে সেই ভয়টি আর থাকে না। হ্যাঁ, রসুন ব্যবহারেই খুব সহজে বিরক্তিকর উকুন থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর এতে চুলেরও কোনো ক্ষতিও হবে না। দেরি না করে চলুন জেনে নেয়া যাক পদ্ধতিটি-

মাঝারি আকারের ২টি রসুন পাটায় বেটে বা ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর তাতে এক চামচ নারকেল তেল, কয়েক ফোঁটা লেবু ও আদার রস মিশিয়ে নিন। এবার এ মিশ্রণিটিকে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিন। প্রায় আধা ঘণ্টা রাখার পর উষ্ণ গরম পানি দিয়ে চুল ধুয়ে ভালো করে আঁচড়ে নিন। এভাবে সপ্তাহে ৪ থেকে ৫ বার ব্যবহার করলে আপনি সহজেই উকুনের সমস্যা থেকে মুক্তি পাবেন।

তবে চুলে ময়লা হলেই উকুন বাসা বাঁধে। তাই সপ্তাহে অন্তত ২ বার শ্যাম্পু করুন। তাহলে উকুনের সমস্যা কোনদিনই আর পোহাতে হবে না।

পাঠকের মতামত

Comments are closed.