267768

বর্ষায় বেড়েছে মশার উপদ্রব! রইল তাড়ানোর ঘরোয়া উপায়

বর্ষাকাল এলেই মশার বংশবিস্তার বৃদ্ধি পায়। এই সময় মশার যন্ত্রণা সহ্য করা খুবই কষ্টকর। আর যাদের বাড়ির আশেপাশে একটু জংলা বা নোংরা ও স্যাঁতস্যাঁতে, তারাও পড়েন মহাবিপদে। মশার কামড় থেকে কী না হয়! ম্যালেরিয়া, ডেঙ্গ, চিকুনগুনিয়া আরো কত কী! তাই একটাও মশা যাতে না কামড়ায়, সব সময় সতর্ক থাকতে হয়।
অন্যদিকে মশা তাড়ানোর প্রথম উপায় হিসেবে আমরা বেছে নেই কয়েলকে। তবে তা শরীরের জন্য খুবই মারাত্মক। একে তো করোনাকাল, তার উপরে যদি কয়েল ব্যবহার করেন তবে শ্বাসকষ্টের ও ফুসফুসের সমস্যা দুটোই বাড়বে। তাই কয়েল বাদ দিয়ে ঘরোয়া উপায়ে মশা তাড়ান। রইল টোটকা-

> কর্পূর মশা তাড়ানোর যম! এর গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না। কর্পূরের ট্যাবলেট ওষুধের দোকানে পাওয়া যায়, কিনে এনে এর টুকরো একটি পানিভর্তি ছোটো পাত্রে রাখুন। এবার কর্পূর মিশ্রিত ওই পানি ঘরের কোণে রেখে দিন। অল্প সময়ের মধ্যেই ঘর থেকে মশা গায়েব হয়ে যাবে। দুই দিন পর পর অবশ্যই পাত্রের পানি পরিবর্তন করুন। পাত্রে রাখা আগের পানিটুকু ঘর মোছার কাজে ব্যবহার করুন এতে পিঁপড়ার উপদ্রব থেকেও মুক্তি পাবেন।

> মশা তাড়ানোর আরেকটি কার্যকরী উপায় হলো লেবু ও লবঙ্গের ব্যবহার। এজন্য একটি আস্ত লেবু দুই টুকরো করে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে বেশ কয়েকটা করে লবঙ্গ গেঁথে দিন। এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন।

পাঠকের মতামত

Comments are closed.