267732

ভুলেও শরীরের যে তিন স্থানে স্পর্শ করবেন না!

মানব শরীরে নানান রোগের বাস। আর এসব রোগ নানাভাবেই আমাদের দেহে প্রবেশ করে। তাই সতর্ক থাকা খুব জরুরি। কিছু কিছু জীবাণু আমাদের অসতর্কতার কারণে দেহে প্রবেশ করে। অর্থাৎ আমাদের শরীরের ভুল স্থানে স্পর্শ করার কারণে হয়ে থাকে। যা মারাত্মক বিপদ ডেকে আনে।
চারদিকেই এখন করোনার আতঙ্ক। এর থেকে রক্ষা পেটে সবাই নানা রকম পদ্ধতি অবলম্বন করছেন। তবে জানেন কি, করোনাভাইরাস আমাদেরি কিছু অসাবধানতার কারণে দেহে প্রবেশ করা সুযোগ পায়। তাই আমাদের উচিত শরীরের এমন তিনটি স্থান স্পর্শ করা থেকে বিরত থাকা যা বিপদ ডেকে আনে। চলুন জেনে নেয়া যাক শরীরের সেই তিনটি স্থান সম্পর্কে-

প্রথমত, চোখে ভুলেও স্পর্শ করবেন না। অনেকেই না বুঝেই ময়লা হাতেই চোখে স্পর্শ করেন। যার ফলে চোখে মারাত্মক সব জীবাণু প্রবেশ করে। এতে চোখের নানা রকম সমস্যা দেখা দেয়। যা দৃষ্টিশক্তি হারানোর কারণও হতে পারে। তাই অকারণে চোখে হাত দেয়া থেকে বিরত থাকুন।

দ্বিতীয়ত, মুখে হাত দেয়া থেকে বিরত থাকুন। অনেকেই অকারণে মুখে হাত দেন। অনেকেই আবার নখ কামড়ান, যা খুবই বাজে স্বভাব। এতে খুব সহজেই জীবাণু আপনার দেহে প্রবেশ করতে পারে। যা থেকে হতে পারে মারাত্মক সব রোগ।

তৃতীয়ত, কানে অকারণে হাত দেবেন না। অনেকেই কানে কাঠি ঢুকিয়ে অকারণে খোঁচান, যা কঠিন বিপদ ডেকে আনতে পারে। এতে কানের পর্দা ফেটে আপনি শ্রবণশক্তিও হারাতে পারেন। তাই অযথা কানে হাত দেয়া থেকে বিরত থাকুন।

পাঠকের মতামত

Comments are closed.